চলতি জানুয়ারি মাসের প্রথম সাত দিনে দেশে এসেছে ৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৯৬ লাখ ডলার।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫৪ কোটি ১০ লাখ ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স-প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো জানান, শুধু ৭ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭১৭ কোটি ২০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।
এটি চলতি অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
এর আগে নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বর মাসে দেশে আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার— অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply