1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মানবসেবা পরম ধর্ম নিয়ে কাজ করে যাচ্ছে নিরন্তর সুন্দর মনে মানুষ শামীম আহমেদ ঢালী

 

মানব সেবা পরম ধর্ম, মানব সেবার প্রতিশ্রুতিতে তরুণ প্রজন্মের প্রবর্তক, সমাজসেবক, মানবসেবক এই মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আহ্বায়ক, থানা বিএনপির অন্যতম সদস্য ও‌ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শামীম আহমেদ ঢালী।
মনের আবেগময়ী নিস্ক্লোস ভাব প্রকাশ করতে গিয়ে শামীম আহমেদ ঢালী বলেন- মানুষের সেবা করতে পারলে নিজেকে ভীষণ গর্বিত মনে করেন। মুলত: এই উদ্দেশ্যকে সামনে রেখে যারা মানব সেবা করেন তারাই প্রকৃত মানুষ। একজন মানুষ প্রকৃত জনসেবার মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। অর্জন করতে চায় মানুষের শ্রদ্ধা ও ভালবাসা। আর সেসব ব্যাক্তিগন সকল লোভ, লালসা, অর্থ মোহের ঊর্ধ্বে থেকে মানব সেবা করে গেছেন তারাই স্মরণীয় হয়ে আছেন মানুষের হৃদয়ে । দলমত নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা করে ও ভালোবাসে। শুধু মানুষের সন্তুষ্টি নয় সৎ কর্মের মধ্যে দিয়েই একজন মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে । তাছাড়াও যারা এই রকম উদার মননশীল প্রকৃতের মানুষ, তারাই মহামানব । একজন মহা মানব সর্বদা দয়া দক্ষিণ্যা, ক্ষমা, বিণয়, সরলতা, সাধুতা, আন্ত সংযম ও সৎ গুনাবলির অধিকারী হয়ে থাকেন । তেমনি একজন পরোপকারী, ন্যায়পরায়ণ, সময়ের গুণাবলী ও সময়ের শ্রেষ্ঠ সাহসী সন্তান মানব সেবার’ প্রতিশ্রুতিতে তরুণ প্রজন্মের পথপ্রদর্শক, সমাজ সেবক শামীম আহমেদ ঢালী।
তিনি এলাকায় যেমনি দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী, তেমনি একজন সমাজসেবী শিক্ষানুরাগী হিসাবে সমাজে সমাধিক পরিচিত ।

সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কন্ঠ প্রচ্ছন্নতায় যিনি সমাজসেবায় এক উজ্জ্বল তারকা ।

যিনি হাটি হাটি পা পা করে দ্রুত নিজেকে সমাজ সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন ।

যিনি এলাকার ছোট-বড় আবাল বৃদ্ধ বনিতার প্রিয় মানুষ, গরীব দুখীসহ সমাজের সাধারন মানুষের সঙ্গী। অসহায় দরিদ্র মানুষের সহায়ক, তিনি হলেন সবাই প্রিয় মানুষ, মানব সেবার’ প্রতিশ্রুতিতে তরুণ প্রজন্মের মানুষ, সমাজ সেবক, মানব সেবক, শিল্প সাহিত্য নিবেদিত একটি পরিচিত মুখ শামীম আহমেদ ঢালী।

তিনি এমনি একজন মানুষ, তাকে সকল শ্রেনীর মানুষ ভালো বাসেন ।

শামীম আহমেদ ঢালী সব সময় এলাকার মানুষের সুখে দুঃখে এগিয়ে যান। তিনি চান না তার দ্বারা কোন মানুষ বিন্দু পরিমান কষ্ট পাক । মানুষের সুখে দুখে তাদের সেবা করতে পারলে তিনি নিজেকে ভীষণ গর্বিত মনে করেন।

আর তিনি সারাজীবন সাধারন মানুষের সেবা করার মধ্য দিয়ে সমাজ সেবা করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সমাজ সেবার প্রধান লক্ষ্য হলো- সিদ্ধিরগঞ্জেল ৭নং ওয়ার্ডবাসীর সুখ দুঃখের অংশীদার হয়ে তাদের সমস্যা সমাধান করতে পারি ।

শামীম আহমেদ ঢালী ইতিমধ্যে তাঁর ওয়ার্ডে জনহিতকর কাজে নিবেদিত প্রাণ। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তার উন্নয়ন, সড়ক বাতি, খালে কালভার্ট নির্মাণ’সহ ক্রীড়াঙ্গনের উন্নয়ন করে যাচ্ছেন অকাতরে। দৃষ্টিহীনদের বিনামূল্যে চক্ষু অপারেশন, চশমা বিতরণ, চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ, পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ, ইসলামী সাংস্কৃতিক চর্চার জন্য প্রতিযোগিতার আয়োজন করা, ওয়ার্ডের প্রতিটি মসজিদের ইমাম খতিবদের সাথে নিয়ে দৃষ্টিতে ওয়ার্ডকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও অপরাধমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন।

তরুণ ও যুব সমাজকে উন্নয়নমুখী ও কর্মঠ করে গড়ে তুলতে শামীম আহমেদ ঢালী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost