 
																
								
                                    
									
                                 
							
							 
                    
আমরা বিজয়ী হতে এসেছি এবং বিজয় নিয়েই মাঠ ছারবো,ইনশাআল্লাহ- মানসুর আহমদ সাকী
২৮ অক্টোব’২৫ মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর ব্রিজ চত্ত্বর থেকে সকাল ১০টায় চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী’র নির্বাচনী শোডাউনে দুই উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জন জোয়ার সৃষ্টি হয়েছে।
সংসদ সদস্য প্রার্থী মানসুর আহমদ সাকী বলেন
সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আনদলিত করেছে, আমরা পরিবর্তনের জন্য রাজনীতি করি আর জনগণও পরিবর্তন চায় সেই পরিবর্তনের বার্তা নিয়ে আমরা জনগণের দরজায় যাচ্ছি জনগণের আমাদের -কে গ্রহন করছে,মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা জনগণ হাতপাখা-কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন হাতপাখা-কে বিজয়ী করতে আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।
Leave a Reply