 
																
								
                                    
									
                                 
							
							 
                    
শিক্ষক দিবসে জেলা প্রশাসক বলেন কেবল নয় ফলাফল মুখী শিক্ষা বিকশিত হোক মানবতার দীক্ষা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান ও জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “প্রত্যেকটা শিক্ষককে শিক্ষার্থীদের কাছে আদর্শ হতে হবে। আমদের সময় দূর থেকে শিক্ষকদের দেখলে সম্মানের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম। এই সম্মানটুকু আসছে তাদের ব্যবহারের জন্য। আপনারা হয়তো জোরে কথা বলতে পারবেন, কিন্তু ভালোবাসা ও সম্মান অর্জন করতে পারবেন না। সেটি যোগ্যতা ও ভালোবাসা দিয়ে অর্জন করতে হবে।”
তিনি বলেন, “আমাদের দেশের সব থেকে বড় সম্পদ হচ্ছে জনগণ। আমরা আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে গর্ব করি। কারণ এরাই আমাদের ভবিষ্যৎ।কেবল নয় ফলাফল মুখী শিক্ষা বিকশিত হোক মানবতার দীক্ষা । কার পাশাপাশি তাদেরকে মানবতা রোধ শিখাতে হবে আমাদের। আপনারা এদেরকে নিয়ে কাজ করছেন। আপনারা মন প্রসার করে কাজ করেন, ইনশাআল্লাহ একদিন যে কাঙ্ক্ষিত সমাজ গড়তে চাই, সেটি করা সম্ভব হবে। আমরা নিজেদের অবস্থান ধরে রাখতে পারছি না কেন? আমাদের দুর্বলতা কোথায়? শিক্ষার্থীদের শাসন করত পারছি না, শিক্ষার্থীদের ওপর যে দায়িত্ব রয়েছে সেটি তাদের বুঝাতে সক্ষম হয়েছি কিনা সেটি আমাদের ভাবতে হবে। আপনি শিক্ষাকতার দায়িত্বে থাকা অবস্থায় দেখানোর সুযোগ এবং দেশের জন্য কাজ করার সুযোগ থাকবে।”
তিনি আরও বলেন, “জেলা প্রশাসক, পুলিশ ও ডাক্তারদের প্রতি মানুষ সন্তুষ্ট না। শিক্ষকদের প্রতি আস্থা নেই। কাদেরকে আমারা তৈরি করছি? শিক্ষার্থীদেরকে সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখাতে পারছি না, এই দায়ভার আমাদের।
Leave a Reply