
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শেখের ইন্তেকাল
সৌদি আরবে শোকের ছায়া নেমে এসেছে। সৌদি রাজকীয় আদালত মঙ্গলবার ঘোষণা করেছে যে, দেশের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শেখ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ৮২ বছর বয়সে ইন্তেকাল করেছেন।
শেখ আব্দুল আজিজ ১৯৯৯ সালে রাজা ফাহদের সময়ে
পূর্বসূরি শেখ আব্দুল আজিজ বিন বাজের ইন্তেকালের পর
গ্র্যান্ড মুফতির পদে নিযুক্ত হয়েছিলেন। তিনি ছিলেন ইসলামী গবেষণা ও ফতোয়া জারির জেনারেল প্রেসিডেন্সির চেয়ারম্যান এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান। শেখ আব্দুল আজিজ এর ইন্তেকালে সৌদি আরবসহ মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারিয়েছে, যিনি বিজ্ঞান, ইসলাম এবং মুসলিমদের সেবায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন বলে রাজকীয় আদালতের বিবৃতিতে বলা হয়েছে।রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মরহুমের পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজার নামাজ আজ বিকেলের আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া, রাজা সালমান নির্দেশ দিয়েছেন যে, মক্কার গ্র্যান্ড মসজিদ, মদিনার নবী মসজিদ এবং সকল মসজিদে তার জন্য নামাজ পড়া হবে।
শেখ আব্দুল আজিজ আল শেখ ১৯৪০ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আল আশ-শেখ পরিবারের সদস্য, যা ইসলামী পণ্ডিতদের একটি প্রসিদ্ধ বংশ। শৈশবেই তার বাবা মারা যান এবং পরবর্তীকালে তিনি দৃষ্টিশক্তি হারান। তবুও তিনি শরিয়া বিদ্যায় পারদর্শী হয়ে উঠেন এবং ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তার মৃত্যুতে মিশরের গ্র্যান্ড মুফতি ড. শকি আল্লামসহ বিভিন্ন দেশের ধর্মীয় নেতারা সমবেদনা প্রকাশ করেছেন।
Leave a Reply